যদি এমন হত গাছের ফল দেখতে মানুষের মত! Believe it or not এবার থাইল্যান্ড এ দেখা গেছে এই রকম একটি গাছ। গাছ টি অনেকের কাছে Makkaliphon নামে পরিচিত। এই গাছের ফল দেখতে মহিলাদের শরীরের মত। কিছু কিছু ফল পুরুষদের শরীরের আকৃতি ও হয়। ফল গুলো ৭ দিন পর্যন্ত ভালো থাকে।
এই গাছ নিয়ে একটি প্রাচীন কাহিনী আছে। বৌদ্ধ পুরাণ মতে , ঈশ্বর ইন্দ্র তার স্ত্রী , এবং দুই সন্তান এর জন্য একটি আবাসস্থল তৈরি করেন। একদা তার স্ত্রী বনের মধ্যে ফল সংগ্রহ করতে গিয়েছিল। তিনি Hermits বা Yogis দ্বারা আক্রান্ত হন। কিন্তু তাঁর ক্ষতি হয়নি কারন তারা তাদের ধ্যান থেকে বিশেষ ক্ষমতা অর্জন করেছিল। তারপর ইন্দ্র এই গাছ গুলো ( ১২ টি গাছ) তৈরি করেন । যেগুলোর ফল তাঁর বার জন স্ত্রী এর রূপ ধারণ করে।
যে যাই বলুক , এটা মহান সৃষ্টি কর্তা আল্লাহর ই এক মহান সৃষ্টি। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা মানুষ।